Sat - Thu 9:00 AM - 6:00 PM

Business-Blog

টাঙ্গাইলের চরাঞ্চলে ২০ হাজার মানুষকে শফিউল্লাহ মুনীরের খাদ্য সহায়তা

টাঙ্গাইলের চরাঞ্চলে ২০ হাজার মানুষকে শফিউল্লাহ মুনীরের খাদ্য সহায়তা

করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন এবং দুস্থ ২০ হাজার চরবাসীর জন্য খাদ্য সহায়তা দিয়েছেন ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পীরজাদা শফিউল্লাহ আল মুনীর।

করোনা প্রাদুর্ভাবের কারণে কর্মহীন এবং দুস্থ ২০ হাজার চরবাসীর জন্য খাদ্য সহায়তা দিয়েছেন ইনডেক্স গ্রুপের চেয়ারম্যান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পীরজাদা শফিউল্লাহ আল মুনীর।

এছাড়াও দুস্থদের সহায়তায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের তহবিলে পাঁচ লাখ টাকা অনুদান দিয়েছেন তিনি। 

কার্যক্রমের অংশ হিসেবে গতকাল শনিবার ও আজ এই সহায়তা দেওয়া হয়। সামনের দিনগুলোতেও এটি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। 

সহায়তা সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, লবণ, পেয়াজ, আলু, সেমাই, চিনি ও সাবান।

শনিবার সকালে টাঙ্গাইল স্টেডিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন শফিউল্লাহ আল মুনীর। আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোশারফ হেসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউর রহমান রেজা এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম।

পরে উপজেলার চরাঞ্চল বাঘিরের দুটি স্থানে, খোর্দ্দ যোগিনী, ঢালানসহ আরো কয়েকটি স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

শফিউল্লাহ আল মুনীর দ্য ডেইলি স্টারকে বলেন আপাতত ২০ হাজার মানুষকে খাদ্য সহায়তার উদ্যেগ নেয়া হলেও এই সহায়তা পুরো করোনাকালে অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।